• শনিবার ১৮ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

  • || ০৯ জ্বিলকদ ১৪৪৫

নারী অধিকার রক্ষার পাশাপাশি সচেতনত ও স্বাবলম্বী হতে হবে  

প্রকাশিত: ২৪ মার্চ ২০২২  

সরকারি ও বেসরকারি পর্যায়ে সচেতনতামূলক ও বিভিন্ন কর্মসূচি নেওয়ার পরেও স্থানীয় ও রোহিঙ্গা শরণার্থী শিবিরে নারী সহিংসতার ঘটনা উল্লেখযোগ্য হারে কমেনি। এ প্রেক্ষাপটে স্থানীয় (হোস্ট কমিউনিটি) ও রোহিঙ্গা নারীদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। এছাড়া নারী অধিকার রক্ষায় শিক্ষা ও সচেতনতার পাশাপাশি নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার ওপর গুরুত্বারোপ করতে হবে।

বুধবার (২৩ মার্চ) কক্সবাজারের একটি হোটেলে আন্তর্জাতিক নারী দিবসের গুরুত্ব বিবেচনায় ও নারী অধিকারে সচেতনতা তৈরিতে কাজ করার লক্ষ্যে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের মানবিক সহায়তা কর্মসূচির (এইচসিএমপি) আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।

সভায় ব্র্যাকের প্রধান কার্যালয়ের সেইফ গার্ডিং লিড তাহমিনা ইয়াসমিন বলেন, কর্মক্ষেত্রে নারীদের সুরক্ষার জন্য ব্যবস্থা নিতে ব্র্যাক সবসময় এগিয়ে এসেছে, আগামীতেও তা অব্যাহত রাখবে। বিশেষত এইচসিএমপিতে মাঠপর্যায়ের নারীকর্মীদের নিরাপত্তা ও সুরক্ষা জোরদার করতে ব্র্যাকের পক্ষ থেকে আরও পরিকল্পনা নেওয়া হচ্ছে।

তিনি বলেন, ব্র্যাক সবসময় নারী-পুরুষের সমতার বিষয়টি বিশ্বাস করে। ব্র্যাকের প্রতিষ্ঠাতা প্রয়াত ফজলে হাসান আবেদ প্রায়ই এ সমতার কথা ব্যক্ত করতেন। এজন্য নিজেদের অবস্থান থেকে যেমন নারীদের মুখ খুলতে হবে, তেমনি পুরুষদেরও সমানভাবে এগিয়ে আসতে হবে। এভাবেই পারস্পরিক সমঝোতার ভিত্তিতেই নারী-পুরুষের সমঅধিকার ও সমমর্যাদা প্রতিষ্ঠা করা সম্ভব। আলোচনা সভা ছাড়াও বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কে/

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –